সরকার চাইলে মধ্যবর্তী নির্বাচন দিতে পারে : এরশাদ
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে ও সংসদ বসছে এবং চলবে।
তিনি বলেন, আমি সরকার কিংবা বিরোধীদলে থাকলেও আমি মনে করি এ সরকার ইনশাল্লাহ আগামী ৫বছর থাকবে। তবে সরকার যদি চায় তাহলে মধ্যবর্তী নির্বাচন দিতে পারে।
রোববার দুপুরে কুড়িগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম দফা নির্বাচনে ফলাফল বিপর্যয় প্রসঙ্গে বলেন, এ নির্বাচন লাঙ্গল প্রতীকের নির্বাচন নয়, অর্থাৎ এটি কোন জাতীয় সংসদ নির্বাচন নয়। তাই তার দলের প্রার্থীদের পরাজয়ের বিষয়টিও সেভাবে তিনি ব্যাখ্যা করেন। তিনি এরপর যে জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে সে লক্ষ্যে কাজ করছেন বলে জানান।
কুড়িগ্রাম জেলায় কুড়িগ্রাম-২ আসনের এমপি ও সাবেক মন্ত্রী এবং বিরোধীদলীয় চীফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী ও তার ছোট ভাই সফিকুল ইসলাম চৌধুরীর মধ্যে বিবদমান দুটি গ্রুপ প্রসঙ্গে তিনি বলেন, এখানে কমিটিতে কোন দ্বিধাবিভক্তি নেই।
এরশাদ কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচন ও জেলা কমিটি প্রসঙ্গে বলেন, জাতীয় পার্টিতে একক প্রার্থীই নির্বাচন করবে, পরবর্তীতে আপনারা তা দেখতে পারবেন দলের প্রকৃত প্রার্থী কে।
এর আগে তিনি সকাল সাড়ে ১১টার দিকে রংপুর থেকে অনির্ধারিত একটি প্রোগ্রামে কুড়িগ্রাম যাত্রাকালে সার্কিট হাউসে এসে পৌঁছলে তাজুল চৌধুরী ও সফিকুল চৌধুরী গ্রুপের সমর্থকদের মধ্যে হট্টগোল বেধে যায়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় তার সাথে সফরসঙ্গী ছিলেন এড.সালাউদ্দিন কাদেরী, পিএস মেজর (অব:) আব্দুল খালেক, সফিকুল চৌধুরী প্রমুখ।