ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে প্রথম জয় পেয়েছে শাইনপুকুর ও খেলাঘর
ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে তানভীর ইসলামের স্পিন ঘূর্ণিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১০ রানে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব।শুক্রবার শের-ই-বাংলা স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৩৭ রান জমায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। লক্ষ্য তাড়ায় নেমে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৭ পর্যন্ত যেতে পারে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শাইনপুকুরের তানভীর ৪ ওভারে মাত্র ৮ রান খরচায় নেন ৩ উইকেট, করেন ২টি মেডেন। হাসান মুরাদ ২টি ও সুমন খান, ইফতেখার সাজ্জাদ একটি করে উইকেট নিয়ে তাকে সঙ্গ দেন।শেখ জামালের তিন ব্যাটসম্যান হন রানআউট। সর্বোচ্চ ইনিংসটি ইলিয়াস সানির ৩০। বাকিদের মধ্যে নাসির হোসেন ২৮, মোহাম্মদ এনামুল ১৯ ও সোহরাওয়ার্দী শুভ ১৫ ছাড়া কেউ দুঅঙ্কে পৌঁছাতে পারেননি। শাইনপুকুরের মাঝারি পুঁজি আসে সাব্বির হোসেন ২০, তানজিদ হাসান ৩৪, অধিনায়ক তৌহিদ হৃদয় ২৮ ও রবিউল ইসলাম রবির ২৬ বলে অপরাজিত ৩৪ রানে। দিনের প্রথম ম্যাচে মিরাজ-জহুরুলের ফিফটিতে জয় তুলেছে খেলাঘর সমাজকল্যাণ সমিতি। ৫ উইকেটে ১৩৮ রান তোলে লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাব দিতে নেমে ৩ বল ও ৭ উইকেট অক্ষত রেখে জয়ে নোঙর ফেলে খেলাঘর সমাজকল্যাণ সমিতি।