নেইমারের জাদুতে ব্রাজিলের জয়
বিশ্বকাপ ২০২২-এর বাছাইয়ে শনিবার সকালে ঘরের মাঠে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। টানা পাঁচ জয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত থাকল সেলেসাওরা।নেইমার নিজে একটি গোল করলেন, সতীর্থ রিচার্লিসনকে দিয়ে করালেন একটি।ম্যাচে একতরফা আধিপত্য ধরে খেলেছে ব্রাজিল। কয়েকটি সুযোগ হাতছাড়ার পর ৪২ মিনিটে বারবোসার গোল অফসাইডে বাতিল হয়ে গেলে গোলশূন্য থেকেই প্রথমার্ধ শেষ করতে হয় নেইমারদের।মধ্যবিরতির পর ফিরে পরিস্থিতি পাল্টাতে থাকে। ৬৫ মিনিটে লিড নেয় ব্রাজিল। নেইমারের বাড়ানো বলে জাল খুঁজে নেন রিচার্লিসন।
Posted in: খেলা