আদিত্য ধরকে বিয়ে করলেন নায়িকা ইয়ামি গৌতম
পরিচালক আদিত্য ধরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। টুইটারে খবরটি নিজেরাই জানিয়েছেন ইয়ামি গৌতম ও আদিত্য ধর।শুক্রবার রাতে ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে এক যৌথ বিবৃতিতে আদিত্য-ইয়ামি বলেছেন, ‘পরিবারের আশির্বাদে আমরা আজ বিয়ে করেছি। ভালোবাসা ও বন্ধুত্বের এই যাত্রায় আপনাদের শুভকামনা ও আশির্বাদ চাই।’নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকর, দিয়া মির্জা, জ্যাকুলিন ফার্নান্দেজ, নেহা ধুপিয়াসহ আরও কয়েকজন বলিউড তারকা। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আদিত্য ধরের আলোচিত ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এ ভারতীয় গোয়েন্দা বাহিনীর এক এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন ইয়ামি। এই ছবির জন্য ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন আদিত্য।