বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Tuesday, December 24, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ফিলিস্তিনে আগ্রাসন অব্যাহত থাকলে আবার সংঘাত শুরু হবে : হামাসের হুঁশিয়ারি

ফিলিস্তিনে আগ্রাসন অব্যাহত থাকলে আবার সংঘাত শুরু হবে : হামাসের হুঁশিয়ারি 

ইসরায়েল যদি অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসন অব্যাহত রাখে, তাহলে হামাস আবার পালটা জবাব দেওয়া শুরু করবে, হামাসের হুঁশিয়ারি।  এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হামাসের অন্যতম মুখপাত্র সামি আবু জুহরি। সামি আবু জুহরি বলেন, ইসরায়েল অস্ত্রবিরতি সমঝোতার প্রতি সম্মান দেখাচ্ছে না এবং প্রতিদিন পশ্চিম তীরের শহরগুলোতে আগ্রাসন চালাচ্ছে। এ ছাড়া জেরুজালেম শহরের লোকজনকে উদ্‌বাস্তু করে দেওয়ার হুমকি এখনও বিদ্যমান। সে ক্ষেত্রে এসব সহিংস ঘটনা যদি অব্যাহত থাকে, তাহলে আবারও তার জবাব দেওয়া শুরু করতে পারে হামাস।’গত ২১ মে মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মধ্যে যে দুর্বল অস্ত্রবিরতি হয়েছে, হামাস তা এখনও মেনে চলছে। তবে, ইসরায়েলের আচরণের ওপর এই সমঝোতার ভবিষ্যৎ নির্ভর করছে। তিনি সুস্পষ্ট করে বলেন, ‘ইসরায়েল যতক্ষণ পর্যন্ত এই অস্ত্রবিরতি সমঝোতা মেনে চলবে, হামাসও ততক্ষণ পর্যন্ত তা মানবে। কিন্তু ইসরায়েল যদি অস্ত্রবিরতি মেনে চলতে সহযোগিতা না করে, তাহলে স্বাভাবিকভাবেই আমাদের সঙ্গে সংঘর্ষ শুরু হবে।’

 

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone