মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা
বাজেটে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন: গত ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী মুক্তিযােদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকায় উন্নীত করার ঘােষণা দেন। সে অনুযায়ী বীর মুক্তিযােদ্ধাগণের সম্মানী ভাতা আগামী ২০২১-২২ অর্থবছরে ১২ হাজার টাকা হতে ২০ হাজার টাকায় উন্নীত করা হচ্ছে। এতে বরাদ্দ বাড়বে ১ হাজার ৯২০ কোটি টাকা। অর্থমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্যসংবলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরি করে জিটুপি (সরকার থেকে ব্যক্তি) প্রক্রিয়ায় সম্মানী ও অন্যান্য ভাতা বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি ভাতাভোগীর ব্যাংক হিসাবে যাচ্ছে।