নাগরিক সেবায় চালু রয়েছে “সবার ঢাকা” মোবাইল অ্যাপস : ডিএনসিসি মেয়র
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নাগরিক সেবায় চালু রয়েছে ‘সবার ঢাকা’ মোবাইল অ্যাপ, শনিবার সকালে রাজধানীর মিরপুর-১০ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডিএনসিসি মেয়র বলেন, সম্মানিত নাগরিকদের তথ্য ও সেবা গ্রহণ, মতামত জানানো এবং অভিযোগ দাখিলের জন্য “সবার ঢাকা” মোবাইল অ্যাপ, জরুরী সেবা সংক্রান্ত ৩৩৩ নম্বর এবং ডিএনসিসির ০৯৬০২২২২৩৩৩ ও ০৯৬০২২২২৩৩৪ নম্বর হটলাইন চালু রয়েছে।আতিকুল ইসলাম বলেন, “সবার ঢাকা” মোবাইল অ্যাপটি ব্যবহার করে যে কোন নাগরিক অতি সহজেই এলাকার রাস্তা, মশক, সড়ক বাতি, আবর্জনা, জলাবদ্ধতা, পাবলিক টয়লেট, নর্দমা,খাদ্য সহায়তা ও অবৈধ স্থাপনা এই আটটি বিষয়ে সরাসরি তার মতামত কিংবা অভিযোগ ডিএনসিসির কাছে তুলে ধরতে পারেন। অ্যাপটির মাধ্যমে এ সংক্রান্ত অভিযোগ দাখিলের পর নাগরিকরা দ্রুততম সময়ের মধ্যেই উক্ত সমস্যার সমাধান পাচ্ছেন। ডিএনসিসি মেয়র আজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল এলাকায় একযোগে শুরু হওয়া ১৪ দিনব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন।৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশু একটি নীল রঙের ভিটামিন ‘এ” ক্যাপসুল (১ লাখ আই ইউ) এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল (২ লাখ আই ইউ) খাওয়ানো হবে। তিনি বলেন, ভিটামিন “এ” এর অভাবে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, রোগপ্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রাতকানা ও অন্ধত্বসহ চোখের নানা রোগ দেখা দেয়। এছাড়া রক্তশূন্যতা এমনকি শিশুর মৃত্যু হতে পারে। তাই শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন “এ” অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা উত্তর সিটি করপোরেশন এর ১০টি অঞ্চলের আওতাধীন ৫৪টি ওয়ার্ডের ১ হাজার ৯ শত ৫টি কেন্দ্রে একযোগে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে। ৫ জুন ২০২১ থেকে ১৯ জুন ২০২১ পর্যন্ত মোট ১৪ দিন এই ক্যাম্পেইন পরিচালিত হবে।