জবিতে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে ওসিসহ আহত ৩০০
এইদেশ এইসময়, ঢাকা : হল উদ্ধারের দাবিতে পুরনো ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোতোয়ালী থানার ওসিসহ অন্তত ৩০০ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন এক ছাত্র।
রোববার বেলা সোয়া ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়।
কোতোয়ালী থানার ওসি মনিরুজ্জামান জানান, এখনো সংঘর্ষ চলছে।
জানা গেছে, তিব্বত হল পুনরুদ্ধারের দাবিতে জবি শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে বাংলাবাজার মোড়ে জড়ো হতে থাকে। এক পর্যায়ে শিক্ষার্থীরা সামনে এগুতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশি বাধা উপেক্ষা করে ছাত্ররা এগুতে থাকলে পুলিশ তাদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ারসেল ছোড়ে ও লাঠিচার্জ করে। এরপরই পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে মাসুদ বিল্লাহ নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)হাসপাতালে নেয়া হয়েছে।