সাকিবের অনুশীলনে জৈব সুরক্ষাবলয় ভঙ্গ, তদন্ত করবে বিসিবি
করোনাভাইরাস প্রকোপের মধ্যেও ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আয়োজন করা হয়েছে। এই আয়োজনে জৈব সুরক্ষা বলয় তৈরি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় তৈরিতে ৭ কোটি টাকা ব্যয় করেছে বিসিবি। এরপরও জৈব সুরক্ষা বলয় ভেঙে বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানের অনুশীলনের সময় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে হুট করে বাইরের এক ব্যক্তি ঢুকে পড়েন। শুক্রবার (০৪ জুন) মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসানের ব্যাটিং অনুশীলনের সময় স্টেডিয়ামের ইনডোরে ঢুকে পড়েন বাইরের এক ব্যক্তি।বিসিবির কড়া সতর্কতার পরেও নিরাপত্তাকর্মীদের ফাঁকি দিয়ে কিভাবে একজন ব্যক্তি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে প্রবেশ করেছেন বিষয়টি নিয়ে বিসিবিতে আলোচনা চলছে। এজন্য বিসিবি ও সিসিডিএম তদন্তের ঘোষণা দিয়েছে।