প্রকাশ হলো ইপিএলের সেরা একাদশ, ম্যানচেস্টার সিটির আধিপত্য
২০২০-২১ মৌসুমে প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) প্রিমিয়ার লিগের বর্ষসেরা দলে আধিপত্য চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির।
দলটির সর্বোচ্চ ছয় জন জায়গা পেয়েছেন একাদশে। একমাত্র খেলোয়াড় হিসেবে টানা দুই বছর দলে জায়গা ধরে রেখেছেন গতবার পিএফএ-এর বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হওয়া সিটির মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে। এদিকে, ইপিএলের মৌসুম সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস। দ্বিতীয় পর্তুগিজ হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি।
পিফএ বর্ষসেরা দল:
Posted in: খেলা