পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফসোয় সন্ত্রাসী হামলায় নিহত ১৩২ জন
পশ্চিম আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর উত্তরে একটি গ্রামে সন্ত্রাসীদের হামলায় ১৩২ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।এছাড়াও আহত হয়েছে আরও ৪০ জন। দেশটির প্রেসিডেন্ট রোচে কাবোর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। প্রেসিডেন্ট কাবোরে এই ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।সোলহান নামের ওই গ্রামে সন্ত্রাসীরা সারারাত হামলা চালিয়ে সেখানকার মানুষদের হত্যা করে।সরকারের পক্ষ থেকে জানানো হয়, হামলার সময় তাদের ঘরবাড়ি এবং মার্কেটও পুড়িয়ে দেয়া হয়েছে।এই ঘটনায় এখনও কেউ বা কোনও জঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে দেশটিতে বিশেষ করে নাইজার ও মালি সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের এই ধরনের হামলা প্রায়শ দেখা যায়।খবর : বিবিসি।