এশিয়া কাপে আমরা সেরা ক্রিকেট খেলতে চাই : মুশফিক
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, এশিয়া কাপে আমরা সেরা ক্রিকেট খেলতে চাই। আসন্ন ১২তম এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেটপ্রেমীদের নান্দনিক ও নিজেদের সেরাটা উপহার দেবে বাংলাদেশ।
আজ বিকেল সাড়ে ৩টায় হোটেল সোঁনারগায়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, ২৫ ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। ২৬ ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দল। সদ্য সমাপ্ত হওয়া হোম সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এশিয়া কাপে আমরা ভাল করতে পারবো বলে আশাবাদী।
উল্লেখ্য, আসন্ন এশিয়া কাপে এশিয়ার ক্রিকেট খেলুড়ে মোট পাঁচটি দল অংশগ্রহণ করবে। এরমধ্যে আফগানিস্তান এ আসরের সর্বপ্রথম খেলতে যাচ্ছে।