ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ড্র
ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ড্র হয়েছে। শেষ দিনে ২৭৩ রানের টার্গেটে খেলতে নেমে ৩ উইকেটে ১৭০ রান করে ইংল্যান্ড। পাঁচ ওভার বাকি থাকতেই ড্র মেনে নেয় দু’দল। প্রথম ইনিংসে কিউইদের ৩৭৮ রানের জবাবে ২৭৫ করে থ্রি লায়নরা। আর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৬৯ করে ইনিংস ঘোষণা করেছিল উইলিয়ামসন বাহিনী।২ উইকেটে ৬২ রান নিয়ে দিন শুরু করে নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১০৩ রানে এগিয়ে থাকা কিউইরা ৬ উইকেটে ১৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করে দেয়। ২৭৩ রানের লক্ষ্যে রোরি বার্নস ও ডম সিবলে ২৪ ওভারে তোলেন মাত্র ৪৯ রান। সেখানেই নির্ধারণ হয়ে যায় টেস্টের ভাগ্য। সিবলি অপরাজিত থাকেন ৬০ রানে।অভিষেকে প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করা ডেভন কনওয়ে হন ম্যাচসেরা। বৃহস্পতিবার এজবাস্টনে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল