ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার ফেদেরারের
এবার ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন সুইচ টেনিস তারকা রজার ফেদেরার। ফিটনেস জনিত কারনে তিনি প্রত্যাহার করে নিয়েছেন। ৩৯ বছর বয়সী টেনিসের এই রাজপুত্র জানিয়েছেন, শরীরের কথাও তো শুনতে হবে। ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে তিনি জার্মান তারকা ডমিনিক কোয়েপারকে হারিয়ে চতুর্থ রাউন্ডে নাম লেখান। কিন্তু সোমবারের (৭ মে) রাউন্ডে তিনি অংশ নেবেন না, ‘হাঁটুর দুটি ইনজুরি এবং এক বছর পুর্নবাসনের পরে আমার মনে হয়েছে, শরীরের কথাও শোনা দরকার। সুস্থ হওয়ার জন্য তাড়াহুড়ো ঠিক হবে না। তিন ম্যাচ খেলতে পারায় আমি তাই খুশী।’
Posted in: খেলা