নাটোরে এক সপ্তাহের লকডাউন
নাটোর ও সিংড়া পৌর এলাকায় বুধবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। ৯ জুন থেকে ১৫ জুন পর্যন্ত এই লকডাউন কার্যকর থাকবে। সোমবার রাত ১১টায় করোনা পরিস্থিতি নিয়ে সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়। জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, লকডাউন ঘোষিত এলাকায় শুধু ওষুধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া সব ব্যবসা-প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে। নাটোরের সবথেকে বেশি করোনা আক্রান্ত এলাকা হিসেবে নাটোর পৌরসভার ৯টি ওয়ার্ড এবং সিংড়া পৌরসভার ১২টি ওয়ার্ডে এই লকডাউন চলবে।
Posted in: জাতীয়