রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব চেয়েছে ইসি
নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে জমা দিতে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৭ জুন) ইসি’র উপসচিব মো. আব্দুল হালিম খান স্বাক্ষরিত এই সংক্রান্ত চিঠি নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়।চিঠিতে উল্লেখ করা হয়, প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের সংশ্লিষ্ট রাজনৈতিক দলের আর্থিক লেনদেন একটি রেজিস্টার্ড চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্মের মাধ্যমে নিরীক্ষা করে তার এক কপি কমিশনে জমা দেওয়ার জন্য বলা হয়। দলগুলোর সুবিধার্থে আয়-ব্যয়ের হিসাব কীভাবে দিতে হবে, তার একটা নমুনা ছকও ওই চিঠির সংগে যুক্ত করে দেওয়া হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা অনুযায়ী পূর্ববর্তী পঞ্জিকা বছরে দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব ৩১ জুলাইয়ের মধ্যে ইসি’র কাছে জমা দেওয়ার বিধান রয়েছে। প্রতিবেদনে অডিট কোম্পানি এবং দলের উপযুক্ত কর্তৃপক্ষের স্বাক্ষর বা সিলমোহর থাকতে হবে। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজনৈতিক দলগুলোর কোন খাত থেকে কতো টাকা আয় হয়েছে, কতো টাকা ব্যয় হয়েছে, বিল-ভাউচারসহ তার পূর্ণাঙ্গ তথ্য কমিশনের নির্ধারিত একটি ছকে জমা দিতে হবে। ২০০৮ সাল থেকে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতিবছর আর্থিক লেনদেনের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর। বর্তমানে ইসি’র নিবন্ধনে ৩৯টি দল নিবন্ধিত রয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।