ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও জো রুট চান রবিনসনের শাস্তি কমানো হোক
নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডসে ইংলিশ পেসার অলি রবিনসন অভিষেক টেস্টেই নেন ৭ উইকেট। ব্যাট হাতে করেন ৪২ রান। ব্যাটে-বলে নজর কেড়েছিলেন সবার। অভিষেকটা কী দুর্দান্তই না হয়েছিল এই পেসারের। অথচ ৮ বছর আগের এক পুরনো টুইট তার অভিষেকের দিন থেকেই ভাসতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কে ভেবেছিল ওই ম্যাচের পরই তাকে শুনতে হবে ক্রিকেট থেকে নিষিদ্ধ হবার কথা! যৌনতাবাদী এবং বর্ণবাদী সেই টুইটের জন্য রবিনসন সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়ে নেন। কিন্তু এসব ক্ষেত্রে এক চুলও ছাড় দিতে নারাজ ইংলিশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে অপেক্ষা করা হচ্ছিল টেস্ট ম্যাচ শেষ হবার। যে কথা তাই হলো। টেস্ট ম্যাচটা শেষ হবার পরই রবিনসনকে নিষিদ্ধ ঘোষণা করে ইসিবি। ২৭ বছর বয়সী এই পেসারের নিষিদ্ধের খবর পৌঁছে গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কানেও। তিনি চান রবিনসনের শাস্তি নিয়ে আরেকটু ভাববে ইসিবি। তিনি মনে করেন, শাস্তিটা একটু বেশি হয়ে গেছে। এদিকে ইংলিশ অধিনায়ক জো রুটও রবিনসনের পক্ষ নিয়েছেন। রুট বলেছেন, সংবাদ সম্মেলন কিংবা ড্রেসিং রুমে, রবিনসন অনুতপ্ত ছিল।তবে রুট মনে করছেন এটি সবার জন্য অনেক বড় একটা শিক্ষা। এখান থেকেই শিক্ষা নিতে হবে সকলকে।