ইংল্যান্ডে সফরের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার ক্রিকেটাররা কেন্দ্রীয় চুক্তি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল । শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন চুক্তির বিরুদ্ধে অবস্থান নেন ৩৮ ক্রিকেটার। তাদের পক্ষে নিয়োগ দেয়া হয় আইনজীবিও। গুঞ্জন রটেছিল ইংল্যান্ড সফর বয়কটও করতে পারেন তারা। চুক্তিতে সই না করার শর্তে শেষ পর্যন্ত সফর করার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ক্রিকেটাররা। ইংল্যান্ডে সফরের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কান স্কোয়াড:
কুশল পেরেরা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা,নিরোশান ডিকওয়েলা,ধচারিথ আসালানকা, দাসুন শানাকা, ভানিন্দু হাসারাঙ্গা, রামেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে,ধনঞ্জয়া ডি সিলভা, ওশাডা ফার্নান্ডো, আভিষ্কা ফার্নান্ডো, পাথুম নিশানকা,ধনঞ্জয়া লাকশান, নুয়ান প্রদীপ, লাকশান সান্দাকান, প্রবীণ জয়াবিক্রমা ও আকিলা ধনঞ্জয়াইশান জয়ারত্নে, দুষ্মন্ত চামিরা, ইসুরু উদানা, বিনুরা ফার্নান্ডো, শিরান ফার্নান্ডো, আসিথা ফার্নান্ডো।