কানাডায় মুসলিম পরিবারের চার জনকে হত্যা
কানাডায় ইসলামবিদ্বেষ উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। অন্টারিও প্রদেশে একটি মুসলিম পরিবারের ওপর ট্রাক উঠিয়ে দিয়েছে এক যুবক। এই ঘটনায় ওই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই জন নারী রয়েছেন। তবে নয় বছর বয়সী এক শিশু বেঁচে গেছে। গত রবিবার স্থানীয় সময় সন্ধ্যায় এই ঘটনা ঘটে। মুসলিম পরিবারের সদস্যরা রাস্তা পার হওয়ার জন্য একপাশে দাঁড়িয়ে ছিলেন। এই সময় একটি ট্রাক তাঁদেরকে চাপা দেয়।স্থানীয় পুলিশের প্রধান পল ওয়েইট জানান, এটি পূর্ব পরিকল্পিত ঘটনা। মুসলিম হওয়ার কারণে তাঁদেরকে লক্ষ্য করে ট্রাক চাপা দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। নিহতেরা পাকিস্তানি বংশোদ্ভুত।এদের মধ্যে ৭৪ বছর বয়সী এক নারী, ৪৬ বছর বয়সী এক পুরুষ, ৪৪ বছর বয়সী এক নারী ও ১৫ বছর বয়সী একটি মেয়ে শিশু রয়েছে।এর আগে ২০১৮ সালে দেশটির টরন্টো শহরে গাড়ি চাপায় ১০ জনের মৃত্যু হয়।খবর : বিবিসি।