জিমেইলে নয়া সংযোজন স্ট্রিকিং
অনলাইন ডেস্ক : প্রযুক্তির জগতে আরও এক সংযোজন৷জিমেল-এ এল এক নতুন ফিচার৷থুড়ি সরাসরি জিমেইল নয়৷ প্রথমে এর আবির্ভাব গুগল ক্রোমে৷ একটি এক্সটেনশন হিসেবে গুগল ক্রোম স্ট্রিকিংকে যুক্ত করেছে জিমেইলের সঙ্গে৷
স্ট্রিকিং, যে ফিচারের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার পাঠানো ইমেলটি প্রাপক দেখলেন কিনা৷প্রাপক আপনার ইমেলটি দেখলেই আপনার অ্যাকাউন্টে জ্বলে উঠবে সবুজ সিগনাল৷পাঠকের নামের পাশাপাশি জানা যাবে ডিভাইস এবং স্থানও৷আরও বিস্তারিত জানতে হলে ক্লিক করতে হবে শো ডিটেইলস বটনে৷এছাড়াও, থাকছে ‘রিসেন্টলি ভিউড’ অপশন৷যা ‘সেন্ট মেল’ বক্সের নিচে থাকছে৷তবে, এই অপশনটি আপনি দেখতে না চাইলে ক্লিক করে হাইড করে রাখতে পারেন৷এখন স্ট্রিকিং ফ্রিতে ইনস্টল করা গেলেও ভবিষ্যতে এরজন্য গ্রাহককে পে করতে হবে৷