ফরাসী রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনকে প্রকাশ্যে চড় মারলেন এক ব্যক্তি
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে প্রকাশ্য রাস্তায় চড় মেরেছেন এক ব্যক্তি। ফ্রান্সের দক্ষিণপূর্বাঞ্চলীয় দ্রোম অঞ্চল সফরে থাকার সময় ম্যাক্রোঁর সংগে এই ঘটনা ঘটে।এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে হাতা গুটানো শার্ট পরা ম্যাক্রোঁকে ধাতব বেড়ার অপর পাশে থাকা সমর্থকদের দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে এগিয়ে যেতে দেখা যায়। কিন্তু সমর্থকদের কাছে তার হাত পৌঁছানোর আগেই সবুজ টি-শার্ট গায়ে চোখে সানগ্লাস ও মুখে মাস্ক পরা এক ব্যক্তিকে ”ডাউন উইথ ম্যাক্রোঁনিয়া’ বলে চিৎকার করে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর গালে চড় মারতে দেখা যায়।কোভিড-১৯ মহামারীর কারণে আরোপ করা নানান বিধিনিষেধ তোলার পর কীভাবে মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরছে তা নিয়ে কথা বলার জন্য ম্যাক্রোঁ ওই এলাকার রেস্তোরাঁকর্মী ও শিক্ষার্থীদের সংগে দেখা করতে গিয়েছিলেন। সেখানেই এই কাণ্ডের শিকার হন তিনি।