ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে আলেকজান্ডার জভরেভ
ফ্রেঞ্চ ওপেনেও অব্যাহত আলেকজান্ডার জভরেভের জয়রথ। প্রথমবার উঠেছেন রোলাঁ গাঁরোর শেষ চারে। তাতে গড়েছেন ইতিহাস। ২৫ বছর পর কোনো জার্মান উঠলেন ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে। শেষ আটের লড়াইয়ে ষষ্ঠ বাছাই জভরেভ ৬-৪, ৬-১, ৬-১ গেমে হারিয়েছেন বিশ্ব র্যাঙ্কিংয়ের ৪৬ নম্বরে থাকা স্পেনের আলেহান্দ্রো ফোকিনাকে।১৯৯৬ ফ্রেঞ্চ ওপেনে শেষবার সেমিফাইনালে খেলেছিলেন জার্মানির মিখায়েল স্টিচ।২৪ বছর বয়সী জভরেভ ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন টেনিসের তরুণ সেনসেশন গ্রিসের স্তেফানোস সিতসিপাসের বিপক্ষে। পঞ্চম বাছাই সিতসিপাস কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন র্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা দানিল মেদভেদেভকে। রাশিয়ান তারকাকে সিতসিপাস হারিয়েছেন সরাসরি সেটে। দ্বিতীয় সেট বাদে তেমন প্রতিদ্বন্দ্বীতাই গড়তে পারেননি মেদভেদেভ। সিতসিপাসের জয় ৬-৩, ৭-৬ ও ৭-৫ গেমে।মেয়েদের এককে চতুর্থ রাউন্ডে সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে দেওয়া এলেনা রিবাকিনার দৌড় পরের রাউন্ডেই থেমে গেছে। কাজাখস্তানের এই খেলোয়াড়কে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্ল্যামের সেমি-ফাইনালে উঠেছেন আনাস্তাসিয়া পাভলিউচেনকোভা। ২৯ বছর বয়সী এই রুশ জিতেছেন ৬-৭, ৬-২, ৯-৭ গেমে। ফাইনালে ওঠার লড়াইয়ে তিনি খেলবেন তামারা জিদানসেকের বিপক্ষে। ২৩ বছর বয়সী এই স্লোভেনিয়ানও এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ চারে উঠলেন।