‘গুন্ডে’ নিয়ে বাংলাদেশ সরকারের প্রতিবাদ
বিনোদন ডেস্ক : বলিউডের যশরাজ ফিল্মসের ‘গুন্ডে’ সিনেমায় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করায় ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া বহুল আলোচিত সিনেমাটির বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অনুবিভাগের মহাপরিচালক শামীম আহসান জানিয়েছেন, ছবিটি বর্তমান অবস্থায় প্রদর্শন না করার জন্য অতি সত্ত্বর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শামীম আহসান আরো জানান, ছবিটি মুক্তির পর ইতিহাস বিকৃতির বিষয়টি নজরে আসার পর দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছিল। তিনি বলেন, ‘এ ধরনের একটি ছবি ভারতীয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কীভাবে ছাড় দিল, সে বিষয়েও ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করা হয়েছে।’
প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের গুন্ডে ছবিটি বলিউডে মুক্তি পেয়েছে ১৪ ফেব্রুয়ারি। একই দিন কলকাতায়ও বাংলা ভাষায় ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। আলী আব্বাস জাফর পরিচালিত ছবিটির বাজেট ছিল ৫০ কোটি রুপি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর সিং, অর্জুন কাপুর, ইরফান খান প্রমুখ।
ছবিটি মুক্তির পরপরই বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অবমাননা করার পাশাপাশি ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠে এর বিরুদ্ধে।
তবে সিনেমাটি মুক্তির দিন থেকেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রতিবাদের ঝড় উঠে। ছবিটিতে ইতিহাস বিকৃতির অভিযোগে গুন্ডে সিনেমাকে রুখে দিতে আন্দোলন শুরু হয় ওয়েবসাইটগুলোতে।
ছবিটির শুরুর দিকে একাত্তরের মুক্তিযুদ্ধের বিভিন্ন ভিডিও চিত্র দেখানোর পাশাপাশি হিন্দি ভাষায় বলা হয়, ১৬ ডিসেম্বর ১৯৭১ হিন্দুস্তান ও পাকিস্তানের মধ্যে তৃতীয় যুদ্ধ শেষ হয়। ৯০ হাজার পাকিস্তানি সেনা হিন্দুস্তানের সেনাদের সামনে আত্মসমর্পণ করেন। জন্ম হয় এক নতুন দেশ, বাংলাদেশ। ছবিটির শুরুর দৃশ্যে দেখানো হয়, ভারতীয় যোদ্ধাদের সামনে আত্মসমর্পণ করছেন পাকিস্তানি সেনারা। আর জন্ম হচ্ছে বাংলাদেশের। পেছনে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর পোস্টার।
‘গুন্ডে’ ছবিতে একাত্তরের মুক্তিযুদ্ধের ফুটেজ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখানো হলেও কোথাও বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বলা হয়নি।