অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ বেরোবির নতুন উপাচার্য
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য (ভাইস চ্যান্সেলর-ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ। উপাচার্য হিসেবে অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহর নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন হাসিবুর রশীদ। তিনি বিশ্ববিদ্যালয়টির বর্তমান ট্রেজারার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক।চার বছর মেয়াদে রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদ তাকে এ নিয়োগ দেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘আগামী ১৪ জুন থেকে তার নিয়োগ কার্যকর হবে। রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হিসেবে তিনি সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থা করবেন। বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।