দক্ষিণ কোরিয়ায় বাসের ওপর ধসে পড়ল ভবন, নিহত ৯
দক্ষিণ কোরিয়ায় একটি বাসের ওপর ভবন ধসে পড়েছে।দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর গুয়াংজুতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জন নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছে।ধ্বংসস্তূপের নিচে আরও অনেকেই চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার পাঁচতলা একটি ভবন ভাঙার কাজ চলছিল। কাজ চলমান থাকা অবস্থায়ই আকস্মিকভাবে এর একটি অংশ ব্যস্ত সড়কে একটি যাত্রীবাহী বাসের ওপর ধসে পড়ে। বাসটিতে ১৭ জন যাত্রী ছিল। ফায়ার সার্ভিস কর্মকর্তা কিম সেওক সান জানান, যাত্রী নেওয়ার জন্য নির্ধারিত স্টপেজে দাঁড়িয়েছিল বাসটি। এমন সময় ভবনটি ধসে পড়ে। এ সময় বাসে ১৭ জন যাত্রী ছিল।
Posted in: আর্ন্তজাতিক