টিকটক থেকে সিনেমার নায়িকা,গায়ক থেকে সিনেমার নায়ক
‘ললনা’ গান দিয়ে আলোচনায় আসেন গায়ক শেখ সাদী। এরপর আরও বেশ কিছু গানে পাওয়া গেছে তাকে। তবে এবার গায়ক সাদী নাম লেখালেন সিনেমায়। ‘সংশয়ী’ নামে নতুন একটি সিনেমায় নায়কের চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মজার বিষয় হচ্ছে সিনেমার নায়িকা হচ্ছেন জনপ্রিয় একজন টিকটক তারকা। নাম অনামিকা ঐশী। টিকটকে রয়েছে তার লাখ লাখ ফলোয়ার। পরিচালক হিরন বলেন, ‘সিনেমাটি একটি ভালোবাসার গল্প। যেখানে দিবা চরিত্রে কাজ করবেন অনামিকা ঐশী আর অনি চরিত্রে দেখা যাবে গায়ক শেখ সাদীকে। হয়তো অনেকে বলতে পারে নতুনদের নিয়ে কাজ করছি কেন? আমি বলব নতুন কিছু করার আশায়।আগামী ২০ জুন থেকে ঢাকার আশেপাশের বিভিন্ন লোকেশনে সিনেমার শুটিং হবে।