প্রকাশ্যে এল অভিনেত্রী নুসরাত জাহানের বেবি বাম্প। নিজের বালিগঞ্জের ফ্ল্যাটে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তীর সঙ্গে আড্ডায় মেতেছেন নায়িকা। তার অনাগত সন্তানের পিতৃপরিচয় কী? সেই প্রশ্ন আজও মানুষের মনে। কারও কারও আবার প্রশ্ন ছিল, নুসরাত কি আদৌ সন্তানসম্ভবা? ইন্ডস্ট্রিতে ভুয়া খবর ছড়িয়েছিল, কোনও ছবির কারণেই নুসরাত এই বেবি বাম্প তৈরি করেছেন।এবার কেটে গেল সেসব সংশয়।সাদা হাতাকাটা লম্বা ঝুলের জামা, কানে মাকড়ি ধাঁচের দুল, ঠোঁটে হালকা লিপস্টিকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি। তার চোখমুখ জুড়ে মাতৃত্বের আভা। সঙ্গে বন্ধু শ্রাবন্তী এবং তনুশ্রী। খবর : আনন্দবাজার পত্রিকা।