বিজয়ের ‘মাস্টার’ ছবির হিন্দি রিমেকে সালমান
সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড ‘ভাইজান’ সালমান খানের ‘রাধে : ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি। সিনেমাটির সাফল্য ব্যর্থতা নিয়ে যখন কথা চলছে তখনই সামনে এলো সালমানের নতুন চমকের খবর। আগামী জুলাই মাসে নিজের নতুন দুটি ‘প্রোজেক্ট’ ঘোষণা করবেন সালমান খান। ওই দুই প্রজেক্টের মধ্যে রয়েছে দক্ষিণী তারকা বিজয়ের ‘মাস্টার’ ছবির হিন্দি রিমেক। বিজয়ের ‘মাস্টার’ ছবির হিন্দি রিমেকে মূখ্য চরিত্রে অভিনয় করবেন সালমান। মূলত ‘মাস্টার’ এ বিজয়ের পাশাপাশি দেখা যায আরও এক দক্ষিণী তারকা বিজয় সেতুপতিকে। তবে বিজয় সেতুপতির জায়গায় সালমানের রিমেকে কোন অভিনেতা থাকবেন তা এখনও ঠিক হয়নি। কানাঘুষোয় শোনা যাচ্ছে বলিপাড়ার কোনও প্রথম সারির নায়ককেই নাকি এই রিমেকে চাইছেন সালমান ও ছবির নির্মাতারা। সেই অনুযায়ী তালিকাও নাকি ইতিমধ্যেই ভেবে ফেলা হয়েছে। খবর : হিন্দুস্তান টাইমস।