আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, নিহত ১১৯ তালেবান
আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে গত চব্বিশ ঘণ্টায় ১১৯ তালেবান সদস্য নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে। দেশটির গজনি, আরজগান, হেরাত, সারপোল, ফারিয়াব, বাগলান এবং তোখার প্রদেশে এ অভিযান পরিচালনা করা হয়। তবে এ ঘটনায় এখনো মুখ খুলেনি তালেবান।আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তালেবানদের সাথে ওই সংঘটিত অভিযানে নিরাপত্তা বাহিনী প্রচুর অস্ত্রশস্ত্রও জব্দ করেছে। খবর : পার্সটুডে।
Posted in: আর্ন্তজাতিক