পাকিস্তানে তীর্থযাত্রী নিয়ে বাস খাদে, নিহত ২৩
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ২৩ তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো কমপক্ষে ১০ জন। আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। কর্মকর্তারা এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, দেশটির বেলুচিস্তান প্রদেশের খুজদার জেলার কার্খ নামের এক জায়গায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে মর্মান্তিক এ ঘটনাট ঘটে। বাসটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। এর ছাদেও যাত্রী ছিল। পুনরুদ্ধার ও ত্রাণকাজে সহায়তার জন্য সেনা ও আধাসামরিক বাহিনী পাঠানো হয়েছে। হাসপাতালের চিকিৎসক ডা. মনজুর জহির বলেছেন, আমরা খুজদার জেলা হাসপাতালে ২০ জনের মরদেহ পেয়েছি এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছে। আহতদের মধ্যে কমপক্ষে ১০ জনের অবস্থা গুরুতর। তাই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। নিহতরা সিন্ধ প্রদেশের এবং সবাই পুরুষ। পাকিস্তানে সড়ক এবং রেল দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। এর বেশির ভাগ সড়ক ও রেলপথের অবস্থা খুবই নাজুক। খবর : এনডিটিভি।