আজ শেখ হাসিনার কারামুক্তি দিবস
১১ জুন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি। করোনাভাইরাসের কারণে বড় কোনো কর্মসূচি না থাকলেও দোয়া, মিলাদ মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস পালন করেছে দল ও সহযোগী সংগঠনগুলো। শুক্রবার রাজধানীসহ সারাদেশে করোনার স্বাস্থ্যবিধি মেনে এসব কর্মসূচি পালিত হয়। দিনটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল করেছে। ছাত্রলীগ বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল করেছে। ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ প্রমুখ মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। এ ছাড়া ঢাকা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মন্দির ও অন্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের পুরোনো কার্যালয়ে দলীয় ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।