নতুন রুপে পর্দায় ফিরছেন শাহরুখ
বলিউডের কিং খানকে শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালে, ‘জিরো’ সিনেমায়। তারপর কেটে গিয়েছে প্রায় আড়াই বছর। বহুদিন বড় পর্দা থেকে দূরে রয়েছেন কিং খান। এবছর শুরুর দিকে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে পর্দায় ফেরার কথা থাকলেও করোনার কারণে সিনেমার শুটিং বন্ধ হয়ে গেছে। তবে এবার নিজেই বলিউডে ফেরার কথা জানালেন বলিউড বাদশা শাহরুখ।
শুক্রবার, ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে দাড়ি কেটে ফেলার কথা জানিয়েছেন শাহরুখ । কিছুটা মজা করে তিনি লেখেন, ”তারা বলেন, মাস ও দাড়ি দিয়ে সময়ের পরিমাপ করা হয়। এবার এই দাড়ি ছেঁটে কাজে ফেরার সময় হয়েছে। ” সঙ্গে অনুরাগীদের সুস্বাস্থ্য কামনা করে কিং খান লিখেছেন, ”আশাকরি যারা কাছে ফিরছেন, তারা সকলেই সুস্থ আছেন। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, শীঘ্রই কাজ শুরু হবে।”
শাহরুখের এই পোস্টের নিচে শুরু হয়েছে কমেন্ট। বহু অনুরাগী প্রিয় তারকার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন, তারা কিং খানের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।