চীনে গ্যাসলাইন বিস্ফোরণ
চীনে গ্যাসলাইন বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে। দেশটির হুবেই প্রদেশের শিয়ান শহরের ঝাংওয়ান এলাকায় এ দুর্ঘটনা হয় বলে চীনের সরকারি গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শিয়ান ঝাংওয়ান আবাসিক এলাকায় ওই বিস্ফোরণ হয়েছে। এক বিবৃতিতে শিয়ান শহরের দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছে। গ্যাললাইনে বিস্ফোরণে শহরের বেশ কয়েকটি ভবন বিধ্বস্ত হয়েছে। সেখান থেকে আহতদের হাসপাতালে নিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৬টার দিকে বিস্ফোরণ হয়। খবর : এএফপি।
Posted in: আর্ন্তজাতিক