ইরানকে উচ্চমানের উপগ্রহ দিচ্ছে রাশিয়া
রাশিয়ার তৈরি উচ্চ-রেজোলিউশন ক্যামেরায় সজ্জিত একটি ক্যানোপাস-ভি উপগ্রহ পাচ্ছে ইরান, যা মার্কিন এবং ইসরাইলি ঘাঁটি ট্র্যাক করতে পারে। গত শুক্রবার মার্কিন ও মধ্যপ্রাচ্যের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এ খবর জানায়।পোস্ট কর্তৃক উদ্ধৃত কর্মকর্তাদের মতে, ইরান একটি উচ্চ-রেজোলিউশন ক্যামেরায় সজ্জিত একটি রাশিয়ান তৈরি ক্যানোপাস-ভি উপগ্রহ পাবে যা তেহরানকে “পার্সিয়ান উপসাগরীয় তেল শোধনাগার এবং ইসরাইলি সামরিক ঘাঁটি থেকে শুরু করে সুবিধাগুলি অব্যাহত রাখতে সহায়তা করবে। নাগরিক ব্যবহারের জন্য বাজারজাত করা কানপাস-ভি অধিগ্রহণে ইরানি সামরিক আধিকারিকরা ব্যাপকভাবে জড়িত রয়েছে এবং শর্তাদির আলোচনায় সহায়তার জন্য ইরানের অভিজাত ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের নেতারা ২০১৮ সাল থেকে একাধিকবার রাশিয়া সফর করেছেন। উক্ত প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার বিশেষজ্ঞরা এই বসন্তে ইরানে ভ্রমণ করেছিলেন গ্রাউন্ড ক্রুদের প্রশিক্ষণদানের জন্য যারা উত্তরের শহর করাজের নিকটে একটি নতুন নির্মিত জায়গা থেকে স্যাটেলাইট পরিচালনা করবে।