বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » ক্রসফায়ারে মারা যায়নি রাকিব : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্রসফায়ারে মারা যায়নি রাকিব : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী 

asadu_zamman_kamal_42750

ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জেএমবি সদস্য রাকিব হাসান ক্রসফায়ারে মারা যায়নি, বরং জঙ্গিদের গুলিতেই সে নিহত হয়েছে।

সোমবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল থানার নতুন ভবনের উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের কাছে একথা বলেন।

তিনি বলেন, দুর্ধর্ষ জঙ্গিরা ছিনিয়ে নেয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে। রাতে জিজ্ঞাসাবাদের পর তার দেয়া তথ্য অনুযায়ী পলাতক অন্য জঙ্গিদের গ্রেফতার করতে তাকে সঙ্গে নিয়ে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। অভিযানকালে সশস্ত্র জঙ্গিরা ফিল্মি কায়দায় পুলিশের ওপর হামলা চালিয়ে আবারও রাকিব হাসানকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় জঙ্গিদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয় এবং জঙ্গিদের গুলিতেই রাকিব নিহত হয়।

তিনি আরও বলেন, জঙ্গি-সন্ত্রাসীদের মোকাবেলায় পুলিশ বিভাগের আধুনিকায়নের কাজ চলছে। পুলিশকে উন্নত প্রশিক্ষণ এবং আধুনিক অস্ত্র দেয়ার বিষয়টিও ভেবে দেখা হচ্ছে।

এ সময় টাঙ্গাইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসিবুল আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি আমানুর রহমান খান রানা, ঢাকা রেঞ্জের ডিআইজি এসএম মাহফুজুল হক নুরুজ্জামান, টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা প্রমুখ।

উল্লেখ্য, এক কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৫৭ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ দুইতলা বিশিষ্ট ঘাটাইল থানার নতুন এ ভবন নির্মাণ করে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone