এক দিনে করোনায় ৫৪ জনের মৃত্যু, শনাক্ত তিন হাজারের বেশি
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আরো ৫৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫০ জন।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২৯ হাজার ৯৭২ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১৪.৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৬০২টি।
এর আগে রবিবার (১৩ জুন) দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৪৭ জনের এবং শনাক্ত হয়েছিল ২ হাজার ৪৩৬ জন।
Posted in: জাতীয়