বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » ক্রোয়েশিয়াকে হারিয়েছে ইংল্যান্ড, রোমাঞ্চকর ম্যাচে ইউক্রেনকে ৩-২ গোলে পরাজিত করেছে নেদারল্যান্ডস

ক্রোয়েশিয়াকে হারিয়েছে ইংল্যান্ড, রোমাঞ্চকর ম্যাচে ইউক্রেনকে ৩-২ গোলে পরাজিত করেছে নেদারল্যান্ডস 

ইউরো চ্যাম্পিয়নশীপে ক্রোয়েশিয়াকে ১-০ গোলে পরাজিত করে জয় দিয়ে ইউরো অভিযান শুরু করেছে ফেবারিট ইংল্যান্ড। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ৫৭ মিনিটে জয়সূচক গোলটি করে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড রাহিম স্টার্লিং।

England-2

২৬ বছর বয়সী এই স্ট্রাইকারের গোলে আগে গ্যারেথ সাউগেটের দলকে ক্রোয়েশিয়ার শক্তিশালী রক্ষনভাগকে ভাঙ্গতে বেশ হিমশিম খেতে হয়েছে। বড় কোন টুর্নামেন্টে এটাই স্টার্লিংয়ের প্রথম গোল। জ্যাক গ্রীলিষের পরিবর্তে তাকে দলে নেয়া নিয়ে সাউথগেটকে বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে। কিন্তু এই গোলের মাধ্যমে অন্তত সমালোচকদের মুখ বন্ধ করার পাশাপাশী কোচের আস্থারও প্রতিদান দিয়েছেন স্টার্লিং। ২০১৬ সালের ইউরোতে ইংলিশ সমর্থকদের আস্থা অর্জন করতে পারেননি এই স্ট্রাইকার। অপর ম্যাচে দারুন এক জয় নিয়েই মাঠ ছেড়েছে নেদারল্যান্ডস। গ্রুপ-সি’র নিজেদের প্রথম ম্যাচে ইউক্রেনকে ৩-২ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছে ডাচরা। একইসাথে ইউরোর মূল মঞ্চে অন্যতম এক স্মরণীয় ম্যাচের জন্ম দিয়েছে ফ্রাংক ডি বোয়েরের দল।

20210614_033822-scaled

দ্বিতীয়ার্ধের শুরুতেই ২-০ গোলে এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারেনি ডি বোয়েরের শিষ্যরা। অধিনায়ক গিওর্গিও উইজনালডাম ও ওট উইঘোর্স্টের গোলে ৫৮ মিনিটে ২-০ গোলের লিড পায় ডাচরা। কিন্তু ৭৯ মিনিটের মধ্যে সেই গোল পরিশোধ করে ইউক্রেনকে সমতায় ফেরায় আন্দ্রি ইয়ারমোলেনকো ও রোমান ইয়েরামচাক। পিএসভি আইদোভেনের ফুল-ব্যাক ডেনজেল ডামফ্রাইসের দারুন এক গোলে ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে জয়সূচক গোলটি উপহার পায় স্বাগতিকরা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone