ড্র দিয়ে কোপা আমেরিকা শুরু আর্জেন্টিনার
২৮ বছরের শিরোপা খরা কাটাতে কোপা আমেরিকায় খেলতে নামে আর্জেন্টিনা। কিন্তু শুরুটা হলো ড্রয়ের হতাশায়। লিওনেল মেসির রেকর্ড গোলের পরেও চিলির বিপক্ষে ম্যাচটিতে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার জার্সিতে মেসির এটি ৭৩তম গোল। ড্রয়ের জন্য নিজেকে দুষছেন আর্জেন্টিনা ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেজ। মেসি তাকে দুটি সুযোগ তৈরি করে দিলেও জালের দেখা পাননি স্টুটগার্ট স্ট্রাইকার। প্রথমবার ভুল করে শট না নিয়ে পাস দিয়ে বসেন। আর ৮০তম মিনিটে গোলকিপারকে একা পেয়েও ক্রসবারের ওপর দিয়ে বল মারেন। ১০ দিনের মধ্যে তৃতীয় ড্র করলো আলবিসেলেস্তেরা।ম্যাচ শেষে মেসি বলেছেন, ‘খেলাটা জটিল ছিল। আমরা শান্ত ছিলাম না, বলেও আমাদের নিয়ন্ত্রণ ছিল কম। অনেক দ্রুত খেলছিলাম আমরা। পেনাল্টি ম্যাচ পাল্টে দিলো।’ প্রত্যাশামতো শুরুটা না হওয়ায় হতাশ আর্জেন্টিনা অধিনায়ক, ‘আমরা জয়ে শুরু করতে চেয়েছিলাম। যাই হোক, পরের ম্যাচ নিয়ে এখন ভাবতে হবে আমাদের। আমাদের সামনে উরুগুয়ে, এই ম্যাচও হতে যাচ্ছে কঠিন।’অগণিত সুযোগ তৈরি করেছে দল, এটাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। তার আশা, টুর্নামেন্টে যতই গড়াবে তার দলও সুযোগগুলো কাজে লাগাতে সফল হবে। তিনি বলেছেন, ‘দল যদি গোলের পরিস্থিতি তৈরি করতে না পারতো তাহলে আমি উদ্বিগ্ন হতাম। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা সেটা করতে পেরেছি। আমাদের দল অনেক সমৃদ্ধ। এখানে যে খেলোয়াড়রা আছে, তারা সবাই খেলতে পারে। এজন্যই তারা এখানে এসেছে।’