টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য দল ঘোষণা নিউজিল্যান্ডের
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। আগামী ১৮ জুন (শুক্রবার) সাউদাম্পটনের রোজ বোলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ শুরু হবে।দল নির্বাচন নিয়ে কিউই হেড কোচ গ্যারি স্ট্যাড বলেছেন, ফাইনাল ম্যাচের জন্য দল নির্বাচন করা অনেক কঠিন হয়েছিলো। কাকে রাখব, কাকে বসাবো সেটা নিয়ে অনেক দ্বিধায় ছিলাম। তবে যে দলটা হয়েছে সেটা নিয়ে ভালো কিছুর জন্য আশাবাদী।
নিউজিল্যান্ডের চূড়ান্ত স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক),টম ল্যাথাম, ডেভন কনওয়ে,রস টেইলর, হেনরি নিকোলস, উইল ইয়ং, বিজে ওয়াটলিং, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার, আজাজ প্যাটেল, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি।