অনুশীলনে ঘাম ঝরাচ্ছে ভারত
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে একক আয়োজন বাংলাদেশ। নিজেদের মাটিতে বাংলাদেশ খুবই শক্তিশালী ভারতের সেটা ভালোই জানা। গত বছর এশিয়া কাপে বাংলাদেশের কাছে ভারত হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের সঙ্গে ভারতের প্রথম ম্যাচ। তাই এবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কঠোর অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বিরাট কোহলির নেতৃত্বে আসা ভারতীয় ক্রিকেট দল।
অনুশীলন পর্বে ভারতীয় দলের আশেপাশে কঠোর নিরাপত্তা থাকায় দলটির কারো সঙ্গেই কথোপকথন সম্ভব হয়নি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফর্মেন্স খারাপ হলেও ভারত মোটেই টাইগারদের হালকাভাবে নিচ্ছে না।
Posted in: খেলা