জেমসের নামে দেশেই তৈরি হলো বিশেষ গিটার
জেমসের কণ্ঠ ও গিটারের জাদুতে মুগ্ধ হয়েছেন কোটি কোটি ভক্ত। এই জনপ্রিয় রকস্টারের জন্য দেশেই তৈরি হলো বিশেষ একটি গিটার।এটি তৈরি করেছেন ‘আর্বোভাইরাস’ ব্যান্ডের ড্রামস বাদক ও ‘বেশি জোশ কাস্টমস’-এর হেড অব অপারেশনস নাফিজ আল আমিন। এ গিটারের নাম রাখা হয়েছে ‘তারায় তারায়’। সোমবার (১৪ জুন) রাতে জেমসের হাতে গিটারটি তুলে দেওয়া হয়েছে।আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান নাগরিক কবি শামসুর রাহমান। একুশে পদকপ্রাপ্ত এ কবির ‘উত্তর’ কবিতা গানে রূপ দেন নগরবাউল জেমস। যা ‘তারায়া তারায়’ শিরোনামে মুক্তি পায়। ১৯৯৫ সালে মুক্তির পর গানটি শ্রোতাদের ঠোঁটে লেগেছিল। সেই গানের নাম অনুসারে গিটারটির নামকরণ করা হয়েছে। গিটারে গানটির প্রথম লাইনও জুড়ে দেওয়া হয়েছে। লেখা হয়েছে জেমসের নামও।নাফিজ আল আমিন বলেন, ‘জেমস ভাইয়ের হাতে গিটারটি তুলে দেওয়ার অনুভূতি ছিল অসাধারণ! গিটারটি দেশে তৈরি হয়েছে, এটা জেনে তিনি বেশি খুশি হয়েছেন।