মালয়েশিয়ায় লকডাউন প্রত্যাহারে চার স্তরের পরিকল্পনা : প্রধানমন্ত্রী
মালয়েশিয়ায় লকডাউনের কারণে প্রতিদিন ৩২ কোটি মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে। তাই লকডাউন প্রত্যাহারে চার স্তরের পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন এ তথ্য জানিয়েছেন।টেলিভিশনে দেওয়া ভাষণে জাতীয় পুনরুদ্ধার পরিকল্পনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। আগামী সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে অর্থনীতি, সামাজিক খাত ও পার্লামেন্ট খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।তিনি বলেন, ‘আমরা এটি অব্যাহত রাখতে পারি না। এই সঙ্কট থেকে আমাদের যত দ্রুত সম্ভব বের হতে হবে।’ বর্তমানে লকডাউনের কারণে প্রতিদিন ৩২ কোটি মার্কিন ডলারের ক্ষতি হচ্ছে বলেও জানান তিনি। বর্তমান অনুমানের ভিত্তিতে বলা যায়, দেশের অর্থনীতি আগামী অক্টোবরে পুনরায় চালু হবে।