বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ভারতে ৭৫ দিনের মধ্যে করোনায় সর্বনিম্ন শনাক্ত

ভারতে ৭৫ দিনের মধ্যে করোনায় সর্বনিম্ন শনাক্ত 

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৪৭১ জন। যা গত ৭৫ দিনের মধ‌্যে সর্বনিম্ম।ভারতের অধিকাংশ রাজ্যে সংক্রমণ কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১২৯ জন। ২ মার্চের পর এই প্রথমবার ওই রাজ্যে একদিনে আক্রান্তের সংখ্যা এত কম হলো। কর্ণটকেও আক্রান্তের সংখ্যা ৭ হাজারের নীচে নেমেছে। কেরালাতে শনাক্ত ৮ হাজারের নীচে। তবে তামিলনাড়ুতে দৈনিক আক্রান্ত সাড়ে ১২ হাজারের উপরেই রয়েছে। পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাতে করোনা শনাক্ত ৫ হাজারের নীচে নেমেছেভারতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬০ হাজার ৪৭১ জনের। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৭২৬ জন। গত ৫ দিন পর দেশের দৈনিক মৃত্য ৩ হাজারের নীচে নামলো। এ নিয়ে দেশেটিতে মোট প্রাণ হারিয়েছেন ৩ লাখ ৭৭ হাজার ৬১ জন। তবে সুস্থ হয়েছেন ২ কোটি ৮২ লাখ ৮০ হাজার ৪৭২ জন।করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।খবর : টাইমস অব ইন্ডিয়া।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone