জরুরি ব্যবহারের জন্য দেশে অনুমোদন পেল জনসনের টিকা
জরুরিভাবে দেশে ব্যবহারের অনুমোদন পেয়েছে জনসন অ্যান্ড জনসনের তৈরি টিকা।মঙ্গলবার (১৫ জুন) ঔষধ প্রশাসন অধিদপ্তর এ অনুমোদন দিয়েছে।ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসনের টিকা ৭৮ শতাংশ পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম। এ কোম্পানির টিকার সবচেয়ে বেশি সুবিধা হলো, এটি সিঙ্গেল ডোজ। করোনা প্রতিরোধে জনসন অ্যান্ড জনসন কোম্পানির টিকার একটি ডোজই যথেষ্ট।
Posted in: জাতীয়