ওমানের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ
মঙ্গলবার রাতে কাতারের দোহায় বিশ্বকাপ ২০২২’র প্রাক-বাছাই ও এশিয়ান কাপ-২০২৩’র বাছাই পর্বে ওমানের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ। জেমি ডের শিষ্যরা বাছাইপর্বে ৮ ম্যাচে ৬ হারে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের তলানিতে থেকে শেষ করল।ম্যাচের নবম মিনিটে ওমানের আমজাদের হেড গোললাইন থেকে ফিরিয়ে বাংলাদেশকে বাঁচান ইব্রাহিম। ২২ মিনিটে আর রক্ষা হয়নি। জাল খুঁজে নেন মোহাম্মেদ আল ঘাফরি। প্রথমার্ধ থেকে ফিরে ৬০ মিনিটে আরেকটি গোল হজম করে বাংলাদেশ। ওমানের খালিদ আল হাজরি ব্যবধান দ্বিগুণ করেন।ম্যাচের ৮০ মিনিটে খালিদ আল হাজরি নিজের দ্বিতীয় ও দলের তিন নম্বর গোলটি করে ।
Posted in: খেলা