দিশার জন্মদিনে সালমানকে নিয়ে বিতর্কিত পোস্ট করলেন ‘কেআরকে’
বলিউড অভিনেত্রী দিশা পাটানির জন্মদিনের শুভেচ্ছা বার্তায় ভরে গেছে নায়িকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আর জন্মদিনের শুভেচ্ছা দিতে গিয়েই বিতর্ক তৈরি করলেন স্বঘোষিত চিত্র সমালোচক কামাল আর খান (কেআরকে)। বলিউড সুপারস্টার সালমান খানকে কটাক্ষ করে করলেন পোস্ট।টুইটারে কেআরকে লেখেন, ‘প্রিয় দিশা পাটানি, তোমাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে ভয়ঙ্কর লাগছে বুড়া অভিনেতার সঙ্গে। তাই শুধু টাইগারের সঙ্গে কাজ করো।’কেআরকের পোস্টে বুড়া বলতে যে বলিউড ভাইজানকেই বোঝান হয়েছে, তা সবার বোধগম্য হয়েছে। রাধে ইওর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিতে নিজের থেকে ২৭ বছরের ছোট দিশাকে অভিনেত্রী হিসেবে বেছে নিয়েছেন সালমান। এর আগেও নিজের থেকে বয়সে অনেক ছোট নায়িকাদের সঙ্গে কাজ করেছেন বলি অভিনেতা। আর সেই কারণেই সালমানকে বুড়া বললেন কেআরকে।
Posted in: বিনোদন