প্রিমিয়ার লিগের প্রথম সেঞ্চুরি মিজানুরের
প্রথম সেঞ্চুরি দেখল ঢাকা প্রিমিয়ার লিগ। চলতি আসরের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মিজানুর রহমান। শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের বিপক্ষে নিজের ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরির দেখা পেলেন মিজানুর। ৬৫ বলে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন মিজানুর। তাঁর শতরানের ইনিংসটিতে ছিল ১৩টি বাউন্ডারি ও তিনটি ছক্কা। মিজানুলের আগে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে ২০ ওভারের ক্রিকেটে সেঞ্চুরি করেছেন শাহরিয়ার নাফীস, মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল (তিনটি), এনামুল হক বিজয়, সাব্বির রহমান, নাজমুল হোসেন শান্ত (দুটি), পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ নাইম শেখ।
Posted in: খেলা