১৬ বছরের সম্পর্কে ইতি, রিয়াল মাদ্রিদকে বিদায় জানালেন রামোস
রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক ছিন্ন করলেন সার্জিও রামোস। বিদায় বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি। কান্নায় ভেঙে পড়েন এই তারকা ডিফেন্ডার। ছোট্ট একটি বিদায়ী অনুষ্ঠানে রামোস বলেন, ‘সুন্দর একটা সময়ের সমাপ্তি হলো। এটিকে বিদায় বলব না, সাময়িক বিদায়। আবার আমি ফিরব এই ক্লাবে। ক্লাব এবং সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই। রিয়াল সব সময় আমার হৃদয়ে থাকবে। আগামী ৩০ জুন রিয়ালের সঙ্গে রামোসের চুক্তির মেয়াদ শেষ হবে। তবে কীভাবে রিয়াল থেকে বিদায় নেবেন সেটার ব্যাপারে জানানো হয়নি। ২০০৫ সালে শৈশবের ক্লাব সেভিয়া থেকে দুই কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে রিয়ালে যোগ দেন রামোস। ধীরে ধীরে ক্লাবটির প্রাণ হয়ে উঠেছিলেন তিনি। এজন্য ক্লাবের নেতৃত্বের দায়িত্ব বর্তায় তাঁর ওপরই। অবশেষে দীর্ঘদিন পর রিয়াল শিবির ছাড়তে হচ্ছে তাঁকে। ক্লাবটির হয়ে ৬৭১টি ম্যাচ খেলেছেন রামোস। গোল করেছেন ১০১টি। এই সময়ে ২২টি শিরোপা জিতেছেন।