পুতিনকে আমেরিকান বাইসনের ক্রিস্টাল ভাস্কর্য এবং সানগ্লাস উপহার দিয়েছিলেন বাইডেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিজের পছন্দের স্টাইলের বিশেষভাবে তৈরি এক জোড়া এভিয়েটর সানগ্লাস ও বাইসনের (বন্য ষাঁড়) একটি স্ফটিকের ভাস্কর্য উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সুইজারল্যান্ডের জেনেভায় স্থানীয় সময় বুধবার বৈঠকে বাইডেন এ উপহার দেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কোনও উপহার দিয়েছেন কিনা তা জানা যায়নি।বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য উঠে এলেও তেমন বড়সড় কিছু হয়নি। রাশিয়া নতুন করে স্নায়ু যুদ্ধ চায় না।বাইডেন বলেছেন, তাদের কথা বলার জন্য বেশি সময় ব্যয় করার দরকার নেই এবং রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের প্রকৃত সম্ভাবনা রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ‘বাইডেন একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং আমরা দুজনই একই সুরে কথা বলেছি।’দুই নেতার মধ্যে এই আলোচনা প্রায় তিন ঘণ্টার বেশি স্থায়ী হয়েছিল, যদিও সেটা নির্ধারিত সময়ের চেয়ে কম।খবর : বিবিসি।