ইসরায়েলি ড্রোন ভূপাতিত করলো ফিলিস্তিনিরা
গাজা এলাকায় একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের যোদ্ধারা আজ শুক্রবার সকালে গাজার পশ্চিমে ইসরাইলের একটি ড্রোন ধ্বংস করেছে। ইসরাইলি বাহিনী কয়েকটি ড্রোনের সাহায্যে গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ায় একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপরই ড্রোনটিকে ভূপাতিত করা হয়। তবে ঐ হামলায় কয় জন হতাহত হয়েছে অথবা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। তবে অভিযোগ ওঠেছে ঘাঁটিতে হামলার মাধ্যমে ইসরাইল কার্যত ফিলিস্তিনি সংগঠনের সঙ্গে সাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
Posted in: আর্ন্তজাতিক